logo ১৫ আগস্ট ২০২৫
ইটিভি চেয়ারম্যানের জামিন ফের নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ মার্চ, ২০১৫ ২১:০৮:৪০
image

ঢাকা: রাষ্ট্রদ্রোহ মামলায় একুশে টেলিভিশন চেয়ারম্যান আব্দুস সালামের জামিন আবারও নামঞ্জুর করেছেন হাইকোর্ট।


সালামের পক্ষে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি আমীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সোমবার জামিন নামঞ্জুর করে আদেশ দেন।


আদালতে সালামের পক্ষে শুনানি করেন আব্দুর রব চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।


এর আগে গত ১ মার্চ একই মামলায় সালামের জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেয় হাইকোর্ট।


লন্ডন থেকে তারেক রহমানের বক্তব্য প্রকাশ করার অভিযোগে গত ৮ জানুয়ারি সালামের বিরুদ্ধে তারেক রহমান ও সালামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে পুলিশ। এর আগে ৬ জানুয়ারি অন্য একটি মামলায় সালামকে আটক করে পুলিশ।


(ঢাকাটাইমস/২৩মার্চ/জেবি)