নির্যাতিত সাংবাদিক মিজানের জামিন নামঞ্জুর
পটুয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
২২ মার্চ, ২০১৫ ১৪:৫৪:৪৩

পটুয়াখালী: প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি মিজানুর রহমানের জামিন নামঞ্জুর হয়েছে। আজ রবিবার পটুয়াখালীর বিচারিক হাকিম আদালতে তোলা হয় মিজানুর রহমানকে। জামিন আবেদনের ওপর শুনানি শেষে বিচারক সেই আবেদন নামঞ্জুর করেছেন।
পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৭ মার্চ রাতে মিজানকে গ্রেপ্তার করে বাউফল থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে রাতভর নির্যাতন করা হয়। এরপর তাঁকে পাঠানো হয় কারাগারে।
আজ সকাল সাড়ে নয়টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিজানকে আদালতে নেওয়া হয়। প্রথম তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়। এ সময় তাঁর সঙ্গে কাউকে কথা বলা বা দেখা করতে দেওয়া হয়নি।
সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম ফাইজুর রহমান এজলাসে ওঠেন। দুপুর সোয়া ১২টার দিকে হাজতখানা থেকে মিজানকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় তিনি দাঁড়াতে ও হাঁটতে পারছিলেন না। পরে পুলিশের দুই সদস্য তাঁকে দুই পাশ থেকে ধরে আদালতকক্ষে নিয়ে আসেন। শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। একই সঙ্গে তাঁর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন আদালত। পুলিশ জানায়, মিজান স্বাভাবিকভাবে দাঁড়াতে পারছেন না।
এদিকে মিজানের ওপর নির্মম নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পটুয়াখালীর সাংবাদিকেরা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে করা সাজানো মামলা প্রত্যাহার ও ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও দাবি জানানো হয়েছে। আজ সকালে পটুয়াখালী প্রেসক্লাব আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
(ঢাকাটাইমস/২২মার্চ/এমএম)