সাইফুল তালুকদার ছিলেন চেতনার পক্ষে আপসহীন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ মার্চ, ২০১৫ ১৯:২২:৪২

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, একজন অসাম্প্রদায়িক মানুষ হিসেবে বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ বাস্তবায়নে সাইফুল ইসলাম তালুকদার বিরাট অবদান রেখে গেছেন। সাংবাদিক সমাজের জন্য তিনি নিষ্ঠার সাথে কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আপসহীন এই নেতা সাংবাদিকদের অধিকার আদায়েও সব সময় সোচ্চার ছিলেন।
আজ মঙ্গলবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) আয়োজিত সংগঠনের যুগ্ম-মহাসচিব সাইফুল ইসলাম তালুকদারের এক শোকসভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন ডিইউজের সভাপতি আলতাফ মাহমুদ, প্রয়াত সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের স্ত্রী সৈয়দা তাহেরা সাইফুল, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর সভাপতি এ কে এম এ হামিদ, বিএফইউজের সহ-সভাপতি ড. উৎপল কুমার সরকার, বিএফইউজে মহাসচিব আবদুল জলিল ভুঁইয়া, বিএফইউজের সাবেক মহাসচিব এম শাহজাহান মিয়া, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও স্বপন সাহা ও বিএফইউজের সাবেক সহ-সভাপতি কার্ত্তিক চ্যাটার্জি, বিএফইউজের সদস্য কাজী রফিক ও ডিইউজে’র সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ডিইউজের সাবেক সভাপতি ওমর ফারুক প্রমুখ।
এসময় প্রয়াত সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের স্ত্রী সৈয়দা তাহেরা সাইফুল এবং দুই কন্যা ও পুত্র উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও সাইফুল ইসলাম তালুকদার মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কখনোই আপস করেননি। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। বক্তারা প্রয়াত এই সাংবাদিক নেতার পরিবারকে সহায়তার জন্য সরকারের সর্বোচ্চ মহলের কাছে দাবি জানান।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ রাতে রাজধানীর গোপীবাগের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।
(ঢাকাটাইমস/২৪মার্চ/জেবি)