৩ গণমাধ্যম ও ২৩ সাংবাদিকের ব্র্যাক অ্যাওয়ার্ড লাভ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ মার্চ, ২০১৫ ১৮:০২:২০

ঢাকা: যক্ষ্মা বিষয়ক সাংবাদিকতায় এ বছর ব্র্যাক মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছে তিন গণমাধ্যম প্রতিষ্ঠান ও ২৩ সাংবাদিক। রাজধানীর ব্র্যাক সেন্টারে আজ মঙ্গলবার এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্ত তিন গণমাধ্যম প্রতিষ্ঠান হলো দৈনিক ইত্তেফাক, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ডেইলি অবজারভার।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক শিপন হাবীব, দৈনিক ইত্তেফাকের রাবেয়া বেবী, দৈনিক সংবাদের সেবিকা দেবনাথ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক প্রদ্যোত শ্রী বড়ুয়া, বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪’র নিজস্ব প্রতিবেদক সারোয়ার হোসেন সুমন ও বাংলাদেশ টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি মো. মতিউর রহমান।
যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের ব্যুরো চিফ কাজী শামীম আহমেদ, একই পত্রিকার প্রধান প্রতিবেদক মো. আমির হোসেন জুয়েল মৃধা ও দৈনিক সংবাদের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকী, দৈনিক প্রথম আলোর ভোলা প্রতিনিধি মো. নেয়ামতউল্লাহ, দৈনিক আজকের ভোরের নিজস্ব প্রতিবেদক আদিল হোসেন তপু, বরিশালের দৈনিক সত্য সংবাদের জ্যেষ্ঠ প্রতিবেদক আরিফ হোসেন সুমন, সাপ্তাহিক সুনামগঞ্জের কথা'র সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগ থেকে দৈনিক অরণ্যবার্তার প্রতিবেদক আবু দাউদ, দৈনিক খবরের কক্সবাজার প্রতিনিধি মমতাজ উদ্দীন বাহারী, দৈনিক যায়যায়দিনের নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু, দৈনিক বাংলাদেশ সময়ের দিনাজপুর জেলার বিশেষ প্রতিনিধি আজহারুল আজাদ জুয়েল, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, দৈনিক নীলফামারী বার্তার নিজস্ব প্রতিবেদক মো. বাপ্পী রহমান, দৈনিক যায়যায়দিনের নিজস্ব প্রতিবেদক আরিফ রেহমান, সাপ্তাহিক বাংলাভূমির চিফ এডিটর সৈয়দ মোকছেদুল আলম, দ্য ডেইলি স্টারের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ফারহানা মির্জা ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক (মুন্সীগঞ্জ) মীর নাসির উদ্দিন।
অনুষ্ঠানে ব্র্যাকের ভাইস চেয়ারম্যান ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. দীন মুহাম্মদ নূরুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশীয় প্রতিনিধি ডা. নাভরত্মসামি প্যারানাইথেরান, ন্যাশনাল টিবি কন্ট্রোল প্রোগ্রামের লাইন ডিরেক্টর ড. আহমেদ হোসেন খান, জুরি বোর্ডের সদস্য এটিএন বাংলার নিউজ এডিটর শাহনাজ মুন্নী।
(ঢাকাটাইমস/২৪মার্চ/জেবি)