নেত্রকোনা: নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শেষ হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
৬৯ জন ভোটারের মধ্যে ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে হায়দার জাহান চৌধুরী সহ-সভাপতি, এম মুখলেছুর রহমান খান সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া আলপনা বেগম যুগ্ম সম্পাদক, এ কে এম আব্দুল্লাহ কোষাধ্যক্ষ, মো. আনোয়ার হোসেন চৌধুরী দপ্তর সম্পাদক, রফিকুল ইসলাম প্রচার ও প্রকাশনা সম্পাদক, তরিকুল ইসলাম রাজা সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, ভজন দাস তথ্য ও প্রযুক্তি সম্পাদক, আল আজাদ, খলিলুর রহমান শেখ ইকবাল, নাজমুশ শাহাদাৎ নাজু ও শিমুল মিল্কী কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু, যুগ্ম সম্পাদক পদে সানাওয়ার হোসেন ভূঁইয়া, ক্রীড়া সম্পাদক পদে আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, সমাজ কল্যাণ সম্পাদক পদে আব্দুল মান্নান তালুকদার, কার্যকরী সদস্য পদে আব্দুল ওয়াহেদ ও ওসমান গনি তালুকদার। পদাধিকার বলে জেলা প্রশাসক প্রেস ক্লাবের সভাপতি।
(ঢাকাটাইমস/২৮মার্চ/এমআর)