আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজফফর, মিতু সম্পাদক
সাভার প্রতিনিধি, ঢাকাটাইমস
২৮ মার্চ, ২০১৫ ১৯:০৫:৫৪
সাভার: আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি পদে মোজাফফর হোসাইন জয় এবং সাধারণ সম্পাদক পদে মিতু সরকার নির্বাচিত হয়েছেন।
আশুলিয়ার বাইপাইলে অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব ভবনে শনিবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর দুইটায় শেষ হয় ভোটগ্রহণ।
নির্বাচন কমিশনের প্রধান সাভার উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস বিকাল সাড়ে ৪টায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
নির্বাচনে মোজাফফর হোসাইন জয় সভাপতি, সহ-সভাপতি (দু’জন) বাবুল আহম্মেদ ও লাইজু আহম্মেদ, সাধারণ সম্পাদক মিতু সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লিটন, কোষাধ্যক্ষে মোহাম্মদ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদকে মনির মণ্ডল, সাংগঠনিক সম্পাদক খোকা মুহাম্মদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান শাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহম্মেদ প্রিন্স ও কার্যনির্বাহী সদস্য পদে তিনজন নির্বাচিত হয়েছেন।
(ঢাকাটাইমস/২৮মার্চ/প্রতিনিধি/জেবি)