জবি সাংবাদিক সমিতির নির্বাচন ২৩ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ এপ্রিল, ২০১৫ ০০:০৪:০৯
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনের এই দিন তারিখ জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে আগামী ১৫ থেকে ১৬ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের তালিকা প্রকাশ করা হবে ১৯ এপ্রিল দুপুর ৩টা পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২০ এপ্রিল দুপুর ৩টায়। নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচনটি অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবকাশ ভবনের তৃতীয় তলায় সাংবাদিক সমিতির কার্যালয়ে।
(ঢাকাটাইমস/১এপ্রিল/জেবি)