logo ০৪ মে ২০২৫
খালেদার কার্যালয়ের গেইট থেকে সময় টিভির ব্যাকপ্যাক জব্দ

নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ, ২০১৫ ২০:২০:৩৩
image

ঢাকা: সময় টেলিভিশনের লাইভ ডিভাইস (ব্যাকপ্যাক) জব্দ করেছেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ব্যাকপ্যাকটি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের করে আনার সময় মূল ফটক থেকে জব্দ করা হয়। সময় টিভির প্রতিবেদক সাথিলা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, কার্যালয়ের ভেতর থেকে ব্যাকপ্যাকটি বের করে আনার সময় পুলিশ সদস্যরা এটা তল্লাশি করেন এবং রিপোর্টারের নাম-ঠিকানা খাতায় লিপিবদ্ধ করেন। তল্লাশি শেষে পরীক্ষার জন্য ব্যাকপ্যাকটি ডিবি পুলিশ নিয়ে যায়।


(ঢাকাটাইমস/৩১মার্চ/বিএন/জেবি)