সাংবাদিক আব্দুল্লাহ কাফির পিতার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ এপ্রিল, ২০১৫ ১৭:৩২:৫০
ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল কাফির পিতা মাস্টার আব্দুর রাজ্জাক শনিবার রাত ১১টা ১৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
ডিআরইউ’র এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রীসহ ৭ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ রবিবার বাদ আছর মরহুমের বাগেরহাটের স্মরণখোলা থানার রাজৈর গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এক বিবৃতিতে মাস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
(ঢাকাটাইমস/৫এপ্রিল/এমএম)