সাংবাদিক সাইফুল ও সালেহীনের স্মরণসভা মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ এপ্রিল, ২০১৫ ১৮:৪৭:২০
ঢাকা: সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ও শামসুস সালেহীনের প্রতি শ্রদ্ধা জানাতে স্মরণসভা করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় ডিআরইউ’র সাগর-রুনি মিলনায়তনে এই সভা হবে।
সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন স্মরণ সভায় উপস্থিত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
মরহুম এ দু’জন সাংবাদিক ডিআরইউ’র স্থায়ী সদস্য ছিলেন।
(ঢাকাটাইমস/৬এপ্রিল/এইচআর/জেবি)