logo ০৪ মে ২০২৫
রংপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচন ২৪ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ এপ্রিল, ২০১৫ ১৪:০১:০৩
image

রংপুর: রংপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ এপ্রিল। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


রিপোর্টার্স ক্লাব রংপুরের ২০১৫-২০১৭ দ্বি-বার্ষিক নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দেবে নির্বাচন কমিশন। রবিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র দেওয়া হবে এবং সোমবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে।


নির্বাচন কমিশনের চেয়ারম্যান আশরাফুল আলম জানান, তফসিল অনুযায়ী রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে।


তিনি জানান, খসড়া ভোটার তালিকা অনুযায়ী ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। ২৪ এপ্রিল (শুক্রবার) সকালে পূর্বঘোষিত ভোটগ্রহণের সময়ের পরিবর্তে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।


(ঢাকাটাইমস/১১এপ্রিল/জেবি)