logo ০৪ মে ২০২৫
পয়লা বৈশাখে ডিআরইউর আয়োজন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ এপ্রিল, ২০১৫ ১৭:০৬:২৭
image

ঢাকা: উৎসবমুখর পরিবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বাংলা নববর্ষ উদযাপন করবে মঙ্গলবার। ডিআরইউ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত চলবে বাংলা নববর্ষকে বরণ করে নিতে নানা আয়োজন।


বর্ষবরণের আয়োজনে থাকছে- ডিআরইউ’র সারেগামার শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।


শনিবার এক প্রেস বিবৃতিতে সংগঠনটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সচিব ইলিয়াস হোসেন বর্ষবরণের এ সব তথ্য জানান।


এদিন সকালের খাবারে থাকবে লুচি-সবজি, মুড়ি-মোয়া, জিলাপি, কদমা ও বাতাসা। মধ্যাহ্নভোজে থাকবে সাদা ভাত, মুরগির রেজালা, ইলিশ ভাজি, শুটকি ভর্তা, সবজি ও আমের ডাল।


(ঢাকাটাইমস/১১এপ্রিল/জেবি)