সাংবাদিক মলয় সাহা সড়ক দুর্ঘটনায় আহত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ এপ্রিল, ২০১৫ ০০:০৭:৪৩
ঢাকা: ইংরেজি দৈনিক নিউ এজের সিনিয়র রিপোর্টার মলয় সাহা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মলয় সাহা বাসে করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে কারওরান বাজারে যান। বাস থেকে নেমে রাস্তা পার হয়ে তিনি হেঁটে তার কর্মস্থল নিউ এজে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পথচারীরা অফিসে খবর দিলে সহকর্মীরা সেখানে পৌঁছে তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যান।
মলয় সাহা মেরুদণ্ডের মারাত্মক আঘাত পেয়েছেন। শিগগির তাকে অপারেশন করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
(ঢাকাটাইমস/৮এপ্রিল/জেবি)