সাইফুল ও সালেহীনকে স্মরণ করলো ডিআরইউ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ এপ্রিল, ২০১৫ ১৯:০১:৪৬

ঢাকা: প্রয়াত সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ও শামসুস সালেহীনের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ মঙ্গলবার সংগঠনের সাগর-রুনি মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করে।
ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা অনুষ্ঠানে প্রয়াত দুই সদস্যের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করেন।
প্রসঙ্গত, ডিআরইউর স্থায়ী সদস্য সাইফুল ইসলাম তালুকদার গত ১৫ মার্চ ও শামসুস সালেহীন ১০ মার্চ ইন্তেকাল করেন। সাংবাদিক সাইফুল তালুকদার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব এবং শামসুস সালেহীন ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) সহ-সভাপতি ছিলেন।
সভাপতির বক্তৃতায় সাখাওয়াত হোসেন বাদশা ডিআরইউ সদস্যদের জন্য খুব শিগগিরিই একটি গ্রুপ বিমা চালুর ঘোষণা দিয়ে বলেন, এছাড়া সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আগামী মাস থেকে পর্যায়ক্রমে নাক, কান গলা, হার্ট, কিডনি পরীক্ষার জন্য ক্যাম্প করা হবে।
স্মরণ সভার শুরুতেই সংগঠনের প্রয়াত এই দুই সদস্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার ও শামসুস সালেহীনের জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বক্তৃতা করেন। তারা বলেন, সাইফুল ইসলাম তালুকদার একজন দক্ষ সংগঠক ছিলেন। কোনো সাংবাদিক বিপদে পড়েছেন অথচ সাইফুল জীবদ্দশায় সেখানে যাননি সেটা বিশ্বাস করা যায় না। তিনি সাংবাদিকদের স্বার্থে সব সময় কাজ করেছেন, কিন্তু নিজের জন্য কিছুই করেননি।
বক্তারা আরও বলেন, প্রয়াত শামসুস সালেহীন সব সময় পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করেছেন। তিনি অত্যন্ত বন্ধুবৎসল ও পরোপকারী মানুষ ছিলেন।
ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিএফইউজের মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, দৈনিক নবচেতনার সম্পাদক মো. আবু নছর, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান ও সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, ডিআরইউর সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ ও মুরসালিন নোমানী, ডিআরইউর দপ্তর সম্পাদক মেহদি আজাদ মাসুম, ডিআরইউর সিনিয়র সদস্য প্রণব সাহা, ফখরুল আলম কাঞ্চন, শামীম সিদ্দিকী, শাহীন উল আলম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
(ঢাকাটাইমস/৭এপ্রিল/জেবি)