logo ০৪ মে ২০২৫
৪র্থ বর্ষে রেডিও ভয়েজ টুয়েন্টি ফোর
ঢাকাটাইমস ডেস্ক
১৪ এপ্রিল, ২০১৫ ১৩:০৩:৩৭
image

ঢাকা: বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন রেডিও ‘রেডিও ভয়েস টুয়েন্টি ফোর ডট কম’ ২০১২ সালের এই দিনে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এর আগে ২০১২ সালের পহেলা জানুয়ারি এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। এই স্বল্প সময়ের পথ পরিক্রমায় নানারকম অনুষ্ঠান আয়োজন করে ইতিমধ্যে শ্রোতাদের কাছে ব্যাপক সাড়া পেয়েছে রেডিও ভয়েস।


রেডিওটির তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সারাদিন থাকছে বিশেষ আয়োজন। আর.জে শেফা এবং আর.জে লাবনীর উপস্থাপনায় থাকছে সকাল ১০টা থেকে দুপুর ১টা বৈশাখ বরণের বিশেষ আয়োজন বৈশাখের প্রভাতে বর্ষবরণের বিভিন্ন গান, রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদ, রজনীকান্ত, দিজেন্দ্রলালসহ থাকছে উপমহাদেশের নানান বাঙালী গুনি শিল্পীর গান, আরো থাকছে হাসন রাজা, লালনের মরমী গান।


আর.জে মুরাদের উপস্থাপনায় রেডিও ভয়েজ টুয়েন্টি ফোরের তৃতীয় বর্ষবরণ উপলক্ষে বিশেষ আয়োজন ‘আমাদের বর্ষপূর্তি সাথে বৈশাখী ফূর্তি ‘শুরু হবে দুপুর ১টা থেকে বিকেল ৪টা।


রেডিও ভয়েজ টুয়েন্টি ফোরের হেড অব আর.জে সোহান জানান, একই সাথে বৈশাখী আমেজ আর বর্ষবরণের আনন্দ মনে নিয়ে এবারে অনুষ্ঠান আয়োজনে থাকছে জমজমাট আড্ডা, কেক কাটা অনুষ্ঠান, গান, গল্পসহ নানামুখী আলোচনা নিয়ে অনুষ্ঠান।


রেডিও ভয়েজ টুয়েন্টি ফোর এর বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজনে থাকছে আর জে প্রভার উপস্থাপনায় আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান। বিগত পথ পরিক্রমায় নানারকম অভিজ্ঞতার মধ্য দিয়ে পার হয়ে আসা সময়কে তুলে আনবে প্রভা উপস্থিত অতিথির সাথে কথা বলে। রেডিও ভয়েজ টুয়েন্টি ফোর এর বিশেষ অতিথি থাকবেন কৃশ মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহি বিশ্বজিত দত্ত নীল। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ।


(ঢাকাটাইমস/১৪এপ্রিল/এমএন)