logo ০৪ মে ২০২৫
বর্ষবরণ উৎসবে মাতলো ডিআরইউ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ এপ্রিল, ২০১৫ ১১:৩১:৪১
image

ঢাকা: বাংলা বর্ষবরণের উৎসবে মেতেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বাঙালিয়ানা ছুঁয়ে গেছে সংবাদকর্মী ও তাদের পরিবারের স্বজনদের মন। চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। কচিকাঁচাদের কণ্ঠে ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানে পহেলা বৈশাখকে স্বাগত জানানো হয় অনুষ্ঠানের শুরুতে। 


ডিআরইউর সদস্যদের জন্য আয়োজন হয় মুখোরোচক বাঙালি খাবারের। লুচি, সব্জি, ডাল, ভাত ছিল খাবারের তালিকায়। ছিল বাতাসা, কদমা, মুড়ির মোয়া, জিলেপিসহ হরেক রকমের মিষ্টান্নের ব্যবস্থাও। কচিকণ্ঠের গানে গানে মাতোয়ারা পরিবেশ। তার মধ্যেই পরিবারের সদস্যদের নিয়ে সংবাদকর্মীরা আসেন প্রাণের মিলন মেলায়।


ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘প্রতিবছরই রিপোর্টার্সদের এই ঐতিহ্যবাহী সংগঠনের পক্ষ থেকে বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। আমরা প্রত্যেকেই যেই প্রতিষ্ঠানেই কাজ করি না কেন সবাই একই পরিবারের সদস্য। যেকোনো উৎসব আয়োজনে সবাই এক হয়ে আনন্দ উৎসব করি।’ 


সদস্যদের জন্য দুপুরেও ছিল বাঙালি খাবার। তালিকায় ছিল ইলিশও।   


(ঢাকাটাইমস/ ১৪এপ্রিল/এইচএফ/ঘ.)