তথ্য ফাঁসে চীনা সাংবাদিকের কারাদণ্ড
ঢাকাটাইমস ডেস্ক
১৭ এপ্রিল, ২০১৫ ১৪:০৫:৫৯
ঢাকা: রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করার অপরাধে চীনের এক শীর্ষস্থানীয় সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। খবর বিবিসির।
বেইজিংয়ের আদালত বলেছে, গাও ইউ (৭১) নামের ওই নারী সাংবাদিক ‘অবৈধভাবে বিদেশিদের কাছে রাষ্ট্রের গোপন তথ্য দিয়েছে’।
বিবিসি জানিয়েছে, জিও একটি গোপন নথি বিদেশি ওয়েবসাইটে দিয়েছিলেন বলে অভিযোগে বলা হয়েছে। তবে ঠিক কী নথি ফাঁস হয়েছে তা নিশ্চিত করে বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, কমিউনিস্ট পার্টির কৌশলগত নথি যেটি ‘ডকুমেন্ট নম্বর ৯’ নামে পরিচিত সেটি ফাঁস করা হয়েছে।
জিও এর এক আইনজীবী শাঙ বাওজুন বলেছেন, তারা এই রায়ে অসন্তুষ্ট। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তিনি।
(ঢাকাটাইমস/১৭এপ্রিল/জেবি)