জাতীয় প্রেসক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ এপ্রিল, ২০১৫ ০০:১৬:৫০

ঢাকা: জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলা নববর্ষ (পয়লা বৈশাখ) বরণ করা হয়। বরেণ্য শিল্পীদের একের পর এক লোকসঙ্গীত, লালনগীতি, ভাওয়াইয়া ও দেশী গানে বর্ষবরণ উৎসব সবাইকে মুগ্ধ করে। মধ্যাহ্নভোজের দেশীয় বিশেষ খাবারে সদস্যরা সপরিবারে অংশগ্রহণ করেন। প্রেসক্লাব সদস্যদের ছেলেমেয়েদের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ এসো’ গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
সকাল ৮টায় প্রেসক্লাব সদস্য ও তাদের পরিবারের জন্য খৈ, মুড়ি-মুড়কি, পায়েস, বাতাসা ও খিচুড়ি-ইলিশে প্রাতঃরাশের আয়োজন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী, শেখ হেমায়েত, সুমি, অরুণ চৌধুরীসহ অন্যরা। অনুষ্ঠানে নৃত্য শিল্পী জিনিয়ার পরিচালনায় জিনিয়া নৃত্যকলা একাডেমির শিল্পীরা নাচ পরিবেশন করেন। এসিআই লিমিটেডের স্যাভলন, এসিআই পিওর সল্ট ও এসিআই এরোসোলের সৌজন্যে অনুষ্ঠানটি হয়।
সকাল সাড়ে ১০টায় ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ। স্বাগত বক্তব্য দেন বিশেষ অনুষ্ঠান কমিটির আহ্বায়ক ও যুগ্ম-সম্পাদক কাদের গণি চৌধুরী। সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাক হোসেন অনুষ্ঠানটি পরিচালনা করেন।
উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ বদিউল আলম, ব্যবস্থাপনা কমিটি সদস্য, নূরুল হুদা, কবি হাসান হাফিজ, নূরুদ্দিন আহমেদ, শামসুদ্দিন আহমেদ চারু, নূরুল হাসান খান, শান্তা মারিয়া প্রমুখ।
(ঢাকাটাইমস/১৫এপ্রিল/জেবি)