logo ০৩ মে ২০২৫
কালের কণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে সমন
রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৫ ১৬:৪৪:২১
image

রাজশাহী: দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলনসহ তিনজনের বিরুদ্ধে মানহানির করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।


রবিবার দুপুরে দিকে রাজশাহী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ‘ক’ অঞ্চলে মামলাটি করা হয়।


মামলার অন্য আসামিরা হলেন- পত্রিকাটির রাজশাহী প্রতিনিধি রফিকুল ইসলাম ও রোকন রাকিব।


শুনানি শেষে বিচারক মোর্শেদা আসগর মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।


বাদীপক্ষের আইনজীবী ঈমাম হাসান জানান, গত ১৭ এপ্রিল দৈনিক কালের কণ্ঠে ‘আ.লীগ নেতার হাতে লাঞ্ছিত উপাচার্য’ শিরোনামে প্রথম পৃষ্ঠার ২-এর কলামে এবং ৮ নং পৃষ্ঠার ১ নম্বর কলামে একটি সংবাদ প্রকাশিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাকে সমাজে হেয় প্রতিপন্ন করতেই এ ধরনের মনগড়া সংবাদ প্রকাশ করা হয়েছে।


নিউজটি প্রকাশিত হওয়ায় তার মক্কেল রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সম্মানহানি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে রবিবার দুপুরে একটি মামলা করা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে ১ জুনের মধ্য আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।


(ঢাকাটাইমস/১৯এপ্রিল/প্রতিনিধি/এমআর)