ফারজানা রুপাকে হত্যার হুমকি, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ এপ্রিল, ২০১৫ ১৫:০৭:০১
ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১’র বিশেষ প্রতিনিধি ফারজানা রুপাকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী আনসারুল্লাহ বাংলাটিম।
এ ঘটনায় রবিবার দুপুরে ফারজানা রুপা ডিএমপির নিউমার্কেট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি ফেসবুক ও ইমেইলে আনসারুল্লাহ বাংলাটিমের পরিচয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। যার ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি আমি।
নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত খান জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/জেবি)