সাংবাদিকদের ওপর হামলায় ডিআরইউর উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ এপ্রিল, ২০১৫ ২০:৩২:১৮

ঢাকা: সাংবাদিকদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকিতে উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
ডিআরইউর সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিআরইউ নেতারা বলেন, গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে, সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকি, ধমকি ও আক্রমণের শিকার হচ্ছেন। এমনকি তাদের সাথে থাকা গাড়ি ও ক্যামেরা পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে। সন্ত্রাসীদের পাশাপাশি অনেক ক্ষেত্রে পুলিশ কর্তৃক সাংবাদিক লাঞ্ছিত হওয়ার মতো ঘটনাও ঘটছে।
তারা বলেন, পয়লা বৈশাখে কয়েকজন নারীকে বিবস্ত্র করার ঘটনা নিয়ে একটি তথ্যবহুল প্রতিবেদন প্রচার করায় ডিআরইউর স্থায়ী সদস্য ও ৭১ টেলিভিশনের ফারজানা রুপা ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনা জানিয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।
এছাড়াও গতকাল সোমবার (২০ এপ্রিল ২০১৫) রাজধানীর কারওয়ানবাজারে বিএনপি চেয়ারপারসনের গণসংযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা রিপোর্টার্স ই্উনিটির স্থায়ী সদস্য ৭১ টেলিভিশনের শফিক আহমেদ, বাংলাভিশনের জাহাঙ্গীর আকন্দ, মাইটিভির ইউসুফ আলী, এনটিভির মাকসুদুল হাসান ও দৈনিক দিনকালের রাশেদুল হক হামলার শিকার হয়েছেন।
নেতারা মনে করেন, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পথকে যেমন রুদ্ধ করবে, তেমনি পুরো গণমাধ্যম জুড়ে সৃষ্টি করবে এক ভীতিকর পরিস্থিতি। যা গোটা সাংবাদিক সমাজ কোনোভাবেই মেনে নেবে না।
তারা এসব ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া এবং এ ধরনের ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
(ঢাকাটাইমস/২১এপ্রিল/এইচআর/জেবি)