logo ০৩ মে ২০২৫
পঞ্চগড় প্রেসক্লাব সভাপতিকে পেটালো বিজিবি
পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ এপ্রিল, ২০১৫ ২০:২০:২৪
image

পঞ্চগড়: পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি এ রহমান মুকুলকে বেধরক পিটিয়েছেন বিজিবি সদস্যরা।

শনিবার দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে বিএসএফের বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যার খবর সংগ্রহের এক পর্যায়ে বিজিবি সদস্যদের সাথে তর্কে জড়িয়ে পড়েন সাংবাদিক মুকুল।

এ সময় বিজিবি সদস্যরা তাকে লাঞ্ছিত করে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাকে আহতবস্থায় উদ্ধার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেছেন, তিনি সাংবাদিক পরিচয় দিলে হয়তো অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটতো না।

এ ঘটনায় শনিবার রাতে জরুরি বৈঠকে বসেছেন পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকরা।


(ঢাকাটাইমস/২৫এপ্রিল/জেবি)