logo ০৩ মে ২০২৫
জবিসাসে যুগ্মভাবে দুজন সভাপতি নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ এপ্রিল, ২০১৫ ২০:২৪:০৪
image

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) ২০১৫ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সমানসংখ্যক ভোট পেয়ে দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এম. এ. মালেক ও দৈনিক সমকালের এস. এম. আল-আমিন যুগ্মভাবে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজী নির্বাচিত হয়েছেন।

রবিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদ।


নির্বাচনে সহ-সভাপতি পদে নিউ এইজের প্রতিনিধি এমরুল হাসান বাপ্পী, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নিউ নেশনের হাসান মাহমুদ রুবেল, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠের সোহাইল মিয়া, অর্থ সম্পাদক পদে মানবজমিনের গোলাম মাওলা খান, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ভোরের কাগজের মিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ইত্তেফাকের জুবাইর আব্দুল্লাহ ও দৈনিক আমাদের সময়ের হুমায়ুন কবির নির্বাচিত হন।


তবে যুগ্মভাবে সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথম ছয় মাস সভাপতির দায়িত্ব পালন করবেন এম এ মালেক।


ভোট গ্রহণের সময় সুশাসনের জন্য নাগরিক-সুজনের একটি প্রতিনিধি দল, ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. আলী নূর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক নাসির উদ্দিন আহমদ, শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।


(ঢাকাটাইমস/২৭এপ্রিল/জেবি)