সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি ডিইউজের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ এপ্রিল, ২০১৫ ০০:১৬:২৮

ঢাকা: ঢাকার দু’টি সিটি করপোরেশনের ভোট গ্রহণকালে কয়েকটি ভোটকেন্দ্রে পুলিশের উপস্থিতিতে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেপ্তার ও আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ।
মঙ্গলবার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, “ঢাকার বেশ কয়েকটি ভোটকেন্দ্রে একদল বিশৃঙ্খলাকারী জোরপূর্বক নাগরিকদের ভোটাধিকার হরণ করার খবর পেয়ে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের জন্য উপস্থিত হলে প্রশাসনিক কর্তৃপক্ষের নানাভাবে বাধাদান, আবার কোথাও সাংবাদিকদের ওপর দৃষ্কৃতিদের হামলার ঘটনা ঘটে। এতে বিভিন্ন গণমাধ্যমের একাধিক সাংবাদিক নাজেহাল ও হামলার শিকার হয়ে মারাত্মকভাবে জখম হন। কয়েকজন সাংবাদিকের ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে। যা গণমাধ্যমের স্বাধীনতার পথে বড় ধরনের অন্তরায় এবং সরকারের গণতান্ত্রিক চরিত্রের পরিপন্থী হিসাবে নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের ক্ষতিপূরণ দান, আহত সাংবাদিকেদের সু-চিকিৎসার ব্যবস্থা এবং সাংবাদিকদের ওপর হামলাকারী ও ভোটের শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।
(ঢাকাটাইমস/২৯এপ্রিল/জেবি)