ঢাকা: গতকাল বুধবার বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। অতএব আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। আজ বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে সিয়াম পালন শুরু করবেন ধর্মপ্রাণ মুমিন মুসলমানরা। আজ বৃহস্পতিবার রাতে প্রথম তারাবিহ্। আগামী ১৪ জুলাই দিবাগত রাতে (রমজানের ২৭তম রাত) পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। এছাড়া রমজানের শেষ দশকের সবগুলো বেজোড় রাতে লায়লাতুল কদরের ইবাদত করবেন মুসলমানরা।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। রমজান মাসশেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব ঈদুল ফিতর।
সভায় ধর্মমন্ত্রী জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী বাংলাদেশের কোথাও হিজরি ১৪৩৬ সনের রমজান মাসের চাঁদ দেখা যায়নি। আজ ১৮ জুন বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামীকাল ১৯ জুন শুক্রবার রমজান মাস শুরু হবে। আজ বৃহস্পতিবার রাত থেকেই ২০ রাকাত বিশিষ্ট তারাবিহ নামাজ শুরু হবে। রোজা রাখতে এদিন শেষ রাতে সেহরি (সেহরির শেষ সময় রাত ৩-৩৮ মিনিট) খাবেন মুসলমানরা। কাল শুক্রবার প্রথম রোজার দিন ইফতারের সময় ৬-৫২ মিনিট। সভায় ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. শাহ আলমসহ মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্পারসো, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্যে আজ রমজান শুরু
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ বৃহস্পতিবার পবিত্র রমজান শুরু হচ্ছে। সৌদি আরবের আল-অ্যারাবিয়া চ্যানেল জানায়, মঙ্গলবার দেশটির কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরব ছাড়াও কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, জর্ডান, ফিলিস্তিন, তুরস্ক, মিশর, লিবিয়ার মুসলমানরা গতকাল বুধবার মধ্যরাতে সেহরি খেয়েছেন। এছাড়াও জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের দেশ ফ্রান্স ও বেলজিয়ামে একই দিন থেকে রমজান শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের পরদিন থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হয়। সারা বিশ্বের ১৬০ কোটি মুসলমানের নিকট রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র রমজান মাস
আইসল্যান্ডে রোজা রাখতে হবে ২২ ঘণ্টা, চিলিতে ৯ ঘণ্টা ৪৩ মিনিট
বিভিন্ন দেশের অবস্থান অনুযায়ী সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভিন্ন। সে অনুযায়ী রোজার সময়েও আসে ভিন্নতা। তবে এবার আইসল্যান্ডে রোজার সময় ২২ ঘণ্টা! আজ ১৮ জুন প্রথম রমজানের দিন আইসল্যান্ডে দিনের আলো থাকবে ২২ ঘণ্টা। এখানকার মুসলিমরা সর্বোচ্চ কষ্টসাধ্য রোজা রাখবেন। ইসলামের এই বিশ্বাসকে অটুট রাখতে তারা লড়বেন এক দুঃসহনীয় ক্ষুধার জ্বালার বিরুদ্ধে। আর দিনের আলো সবচেয়ে কম সময় ধরে থাকবে চিলিতে। এখানে আজ ১৮ জুন মোট রোজার সময় ৯ ঘণ্টা ৪৩ মিনিট। কাল শুক্রবার বাংলাদেশে প্রথম রোজার সময় হবে ১৫ ঘণ্টা ৪ মিনিট।
উইঘুর মুসলিমদের রোজা রাখা নিষিদ্ধ
চীনের উইঘুর মুসলিমদের রোজা রাখার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের সরকার। চীনের পশ্চিমাঞ্চলের জিনজিয়ান প্রদেশের স্থানীয় সরকার প্রদেশটির সংখ্যালঘু উইঘুর জনগণের রোজা রাখা নিষিদ্ধ করেছে। কয়েকদিন আগে রাষ্ট্রীয় গণমাধ্যম ও জিনজিয়ানের সরকারি ওয়েবসাইট এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ যে, রাজনৈতিক দলের কোনো সদস্য, কোনো সরকারি চাকরিজীবী, শিক্ষক ও ছাত্র-ছাত্রী রমজানে রোজা রাখতে পারবে না। উল্লেখ্য, গত বছরও চীন সরকার জিনজিয়ানে রোজা রাখা নিষিদ্ধ করেছিল।
(ঢাকাটাইমস/১৮জুন/এমএম)