logo ১৪ মে ২০২৫
রহমতের বারতা নিয়ে শুরু হলো রমজান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জুন, ২০১৫ ১৮:৫৩:২০
image

ঢাকা: রহমত, মাহফেরাত ও নাজাতের বারতা নিয়ে শুরু হলো মুসলমানদের নেকি কামাইয়ের বসন্তকাল রমজান। বৃহস্পতিবার দেশের পশ্চিমাকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে।


বৃহস্পতিবার রাতে সারাদেশে এশার নামাজের পর তারাবির নামাজ আদায়ের মাধ্যেমে পবিত্র এই মাসকে স্বাগতম জানানো হবে। এরপর শেষ রাতে সেহরি খাওয়ার মধ্যে দিয়ে শুরু হবে রোজার মূল আনুষ্ঠানিকতা।


আগামী ১৪ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল ক্বদর উদযাপিত হবে।


ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের অন্যতম রোজা মুসলমানদের আত্মশুদ্ধির অন্যতম উপায়।


রমজানের এই মাসটিতে দৈনন্দিন জীবনধারা এবং অফিস-আদালতের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। সরকারি অফিস সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এছাড়া ব্যাংকগুলোর লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত।


ইসলামের পরিভাষায় রোজার অর্থ হচ্ছে, সব জাগতিক আরাম-আয়েশ, মানবীয় দুর্বলতা, অপবিত্রতা থেকে দেহ এবং মনকে রক্ষা করা। ইসলাম ধর্মের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ মাসেই পবিত্র ধর্মগ্রন্থ ‘আল কোরআন’ অবতীর্ণ হয়েছিল।


রমজানের এ মাসটি হচ্ছে সহনশীলতা প্রদর্শনের মাস। পূর্ণ ও কল্যাণের একটি স্বর্ণালী মৌসুম। বর্ষার মৌসুমে যেমন বৃষ্টি হয়, তেমনি পবিত্র এ মাসে হজরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের ওপর অফুরন্ত রহমত ও বরকতের বারিপাত হয়।


ধর্মপ্রাণ মুসলমানরা এ মাসে ফজরের নামাজের আগে ভোররাতে সেহরি খেয়ে পরদিন মাগরিবের আজান পর্যন্ত কোনো ধরনের খাদ্য-পানীয় গ্রহণ থেকে বিরত থেকে মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করেন।


রমজান মাসের প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং শেষ ১০ দিন মুক্তির সওগাত নিয়ে আসে।


হজরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘অনেক রোজাদার এমন আছেন যাদের রোজা দ্বারা ভুখা থাকা ছাড়া আর কিছুই হয় না। এমন বহু নামাজ আদায়কারী আছেন, যাদের জাগ্রত থাকা ছাড়া অন্য কিছু অর্জন হয় না।’


হাদিসে বর্ণিত আছে, আল্লাহ স্বয়ং বলেছেন, ‘যার অঙ্গ-প্রত্যঙ্গ আমার নির্ধারিত হারাম থেকে সংযত না থাকে, আমার কাছে তার পানাহার ত্যাগ বা রোজা রাখার কোনো প্রয়োজন নেই।’


রমজানের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, এ মাসে শয়তানকে শৃঙ্খলিত করা হয়। বেহেশতের ফটকগুলো উন্মুক্ত করে দোজখের ফটক রুদ্ধ করে দেওয়া হয়।


এছাড়া রোজা এবং কোরআন কিয়ামতের দিন রোজাদারের জন্য সুপারিশ করবে। কিয়ামতের দিন রোজাদারের জন্য আল্লাহর আরশের নিচে দস্তরখানা পাতা হবে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের সুগন্ধির চেয়েও পছন্দনীয় বলে পবিত্র হাদিস শরিফে উল্লেখ করা হয়েছে।


পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।


পৃথক পৃথক বাণীতে তারা পবিত্র এই মাসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাষ, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি ও সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।


১ রমজান সেহরির শেষ সময় রাত ৩টা ৩৮ মিনিট এবং ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিট।


(ঢাকাটাইমস/১৮জুলাই/এমআর)