logo ২৬ এপ্রিল ২০২৫
সিমটেক্সের আইপিও আবেদন শুরু আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ সেপ্টেম্বর, ২০১৫ ১১:৫২:১০
image

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আবেদন ও শেয়ারের টাকা জমা নেওয়া শুরু হবে আজ।চলবে আগামী ১৪ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত।  দেশি ও প্রবাসী উভয় শ্রেণির বিনিয়োগকাদের ক্ষেত্রে এই সময় প্রযোজ্য হবে।


গত বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কামশনের (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।


২৪ অগাস্ট থেকে প্রতিষ্ঠানটির আইপিও আবেদন জমা নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেরদিন অনিবার্য কারণে আবেদন জমা নেওয়ার বিষয়টি স্থগিত রাখার নির্দেশ দেয় বিএসইসি।


বুধবার অনুষ্ঠিত কমিশন বৈঠকে ওই স্থগিতাদেশ তুলে নিয়ে নতুন সময় ঘোষণা করা হয়।


প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তিন কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে।


বিএসইসি তাদের ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে।


২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা। নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ১৯ টাকা ৬০ পয়সা ।


প্রতিষ্ঠানটি পুঁজিবাজার থেকে সংগ্রহ কর অর্থ মূলধনী বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর কাজে ব্যয় করবে।


সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।


(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/এমএন)