logo ২৬ এপ্রিল ২০২৫
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আমান ফিড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ সেপ্টেম্বর, ২০১৫ ১১:১৬:০৬
image

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে টাকার অংকে লেনদেনের শীর্ষে ছিল আমান ফিড লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সপ্তাহজুড়ে আমান ফিডের দুই কোটি দুই লাখ ৩৪ হাজার ৯০৫টি শেয়ার ১৬০ কোটি ৬ লাখ ৩৭ হাজার টাকায় লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল স্কায়ার ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে এই কোম্পানির ৩৫ লাখ ৭৪ হাজার ১৫৬টি শেয়ার ৮৯ কোটি ৯১ লাখ ৮৫ হাজার টাকায় লেনদেন হয়েছে।


লেনদেনের তৃতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে ২৬ লাখ ১১ হাজার ৫৩৯টি শেয়ার ৪৯ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকায় লেনদেন করেছে।


এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ন্যাশনাল ফিড, ইসলামী ব্যাংক, ফার কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।


(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/এমএন)