সাইফ পাওয়ারটেকের সঙ্গে আশুগঞ্জ সার কারখানার চুক্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৫ ১২:৫১:৫০
ঢাকা: পুজিঁবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক ও আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ চুক্তির আওতায় সাইফ পাওয়ারটেক কোম্পানি আশুগঞ্জ অ্যামোনিয়া প্ল্যান্টের বর্তমান স্টার্ট আপ হিটারের জায়গায় নতুন স্টার্ট আপ হিটার প্রতিস্থাপন এবং চালু করবে। এছাড়া, নকশা প্রণয়ন, সরবরাহ, নির্মাণ ও স্থাপনপূর্বক পরিচালনা কাজ চালুর করার ভিত্তিতে ৪০ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ৩৭৭ টাকায় এ চুক্তি হয়েছে।
কোম্পানি আশা করছে এ চুক্তির ফলে সাইফ পাওয়ারটেকের মুনাফা ১০ থেকে ১২ শতাংশ বাড়বে।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এমএন)