কমেছে সূচক, বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:১৩:২৩

ঢাকা: শেয়ারবাজারে দরপতদন অব্যাহত রয়েছে। মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিনে দেশের উভয় বাজারে সূচকের মাঝারি ধরনের পতন হয়েছে। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ।
মঙ্গলবার সপ্তাহের তৃতীয় দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ৪৪.১৪ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৮৭২৪.৫১ পয়েন্টে।
লেনদেনে অংশ নেয়া ৩১৭টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।
লেনদেনের শীর্ষে রয়েছে আমান ফুড। দিনশেষে কোম্পানিটির ৮২ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলের লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার টাকা। ১৩ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- শাহজিবাজার পাওয়ার, আলহাজ্ব টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম, ইসলামী ব্যাংক, ফার কেমিক্যাল।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৫৩.৮৯ পয়েন্ট কমে দিনশেষে ৮৮২৭.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়ালফান্ডের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।
(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/জেএস)