logo ২৭ এপ্রিল ২০২৫
পতনে সপ্তাহের শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ আগস্ট, ২০১৫ ১৫:৪৩:১৭
image

ঢাকা: সূচকের পতন দিয়ে দেশের উভয় পুঁজিবাজারে সপ্তাহ শুরু হয়েছে। একই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।


রবিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৯০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১৮১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৮৩৫ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৪টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।


টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫০ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ৪২১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।  


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে ৮ হাজার ৯৩৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩২ পয়েন্ট কমে ১২ হাজার ৪৭০ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬০ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৭২ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম। লেনদেন হয় মোট ২৩ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের। বৃহস্পতিবার লেনদেন হয়েছিলো ২৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের।


(ঢাকাটাইমস/৩০আগস্ট/এমএন)