সায়হাম কটনের লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ আগস্ট, ২০১৫ ১১:১৫:৫৩
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত সায়হাম কটন ২০১৫ সালের ৩০ এপ্রিল শেষ হওয়া অর্থবছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ অক্টোবর সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জের মাধবপুরে মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আগামী ১৭ সেপ্টেম্বর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।
শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির প্রতি শেয়ারে আয় হয়েছে ১.৪০ টাকা, প্রতি শেয়ারে সম্পদ হয়েছে ২৪.৯১ টাকা ও প্রতি শেয়ারে নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ২.৯৫ টাকা।
(ঢাকাটাইমস/৩০আগস্ট/এমএন)