শেষ দিনেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ আগস্ট, ২০১৫ ১৫:৫৫:০১

ঢাকা: আগের দিনের রেশ ধরে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। তবে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।
বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৪০ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে ৪২১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিলো ৪৩১ কোটি ৭৫ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৭০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫০৩ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৩৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম। লেনদেন হয় মোট ২৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের। বুধবার লেনদেন হয়েছিলো ২৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের।
(ঢাকাটাইমস/২৭আগস্ট/এমএন)