logo ২৭ এপ্রিল ২০২৫
সুদের হার কমানোয় ঘুরে দাঁড়াচ্ছে চীনের বাজার
ঢাকাটাইমস ডেস্ক
২৬ আগস্ট, ২০১৫ ১৩:১২:৪১
image

ঢাকা: চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) গতকাল মঙ্গলবার সুদের হার ০.২৫ শতাংশ এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর নগদ জমার অনুপাত ০.৫০ শতাংশ কমিয়েছে। যার ফলে আজ বুধবার ঘুরে দাঁড়িয়েছে বিশ্বের অন্য দেশগুলোর শেয়ার বাজার।


মঙ্গলবার দিনশেষে মুম্বাই শেয়ার বাজারের দুই প্রধান সূচক সেনসেক্স ও নিফটি প্রায় ১ শতাংশ করে বাড়ে৷ ২৯০.৮২ পয়েন্ট (১.১৩%) লাফিয়ে বন্ধ হয় সেনসেক্স আর ৭১.৭০ পয়েন্ট (০.৯২%) ঊর্ধ্বমুখী হয়ে স্থিতু হয় নিফটি৷


এ দিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোয় সে দেশের নগদের সংকট কিছুটা কাটবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা৷ তাছাড়া, সে দেশের অর্থনৈতিক বৃদ্ধিকে টেনে তুলতেও এই পদক্ষেপ খানিকটা সাহায্য করবে বলেও তাঁদের ধারণা৷ উল্লেখ্য, গত নভেম্বর থেকে এই নিয়ে পাঁচবার সুদের হার কমাল পিবিওসি৷


চীনের কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ বিনিয়োগকারীদের সামান্য স্বান্তনা দিলেও (শেয়ার বাজারের পতন রোধে সরকার বদ্ধপরিকর), চীনের অর্থনীতিকে টেনে তুলতে হলে সরকারকে বড় ধরনের আর্থিক সংস্কারের পথে হাঁটতে হবে, বলেন লিউ লি-গ্যাং, হংকংয়ে এএনজেড ব্যাংকের চীন বিশেষজ্ঞ৷


গত শুক্রবার জুলাই মাসে চীনের শিল্প উৎপাদনের সরকারি পরিসংখ্যান প্রকাশিত হয়৷ সেখানে দেখা গিয়েছিল, বিভিন্ন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের অনুমানের তুলনায় অনেক কম হারে বাড়ছে চীনের উৎপাদন৷ ১১ আগস্ট চীন সরকার ইউয়ানের বিনিময় দর কমানোর পর চীনের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের মনে সংশয় বাড়ে৷


অন্যদিকে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ দেওয়া সরকার কঠোর করার পর চীনে নগদের সংকট ক্রমেই তীব্র হচ্ছিল৷ শুক্রবার পরিসংখ্যান প্রকাশ পাওয়ার পর বিনিয়োগকারীরা আশা করেছিলেন, সপ্তাহান্তে চীনের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাবে৷ কিন্তু, পিবিওসি তা করেনি৷ সেই কারণেই সোমবার চীনের শেয়ার বাজার ৮% পড়ে যায় এবং এই আতঙ্কের সংক্রমণ ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে৷


(ঢাকাটাইমস/২৬আগস্ট/জেএস)