logo ২৭ এপ্রিল ২০২৫
এপেক্স ফুডসের নগদ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ আগস্ট, ২০১৫ ১১:০৪:৩৫
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত এপেক্স ফুডস ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ সেপ্টেম্বর রাজধানীর পুরাতন বিমানবন্দর সড়কে অবস্থিত ট্রাস্ট মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর।


২০১৫ সালের ৩০ জুনে সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির কর পরবর্তী মুনাফার পরিমাণ ৮ কোটি ৮৪ লাখ ৪০ হাজার টাকা। বিনিয়োগের উদ্বৃত্তের যথার্থ মূল্যায়নের হিসাবে শেয়ারপ্রতি আয় হয়েছে ১২.৬০ টাকা। অপরদিকে বিনিয়োগের উদ্বৃত্তের যথার্থ মূল্যায়ন ব্যতীত শেয়ারপ্রতি আয় হয়েছে ১৪.৮৮ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০৯.১৬ টাকায় এবং শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ঋণাত্মক ৬.৬৪ টাকা।


(ঢাকাটাইমস/২৪আগস্ট/এমএন)