ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহ শেষ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ আগস্ট, ২০১৫ ১৫:২৯:১৬

ঢাকা: ঊর্ধ্বমুখী সূচকে সপ্তাহ শেষ করলো দেশের উভয় শেয়ারবাজার। একইসঙ্গে ঢাকার বাজারে আগের দিনের তুলনায় লেনদেনও কিছুটা বেড়েছে।
বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৫০ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৯৬ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিলো ৫৫০ কোটি ১৯ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯১ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৫১৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৮৩২ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৯টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম। লেনদেন হয় মোট ৪১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এমএন)