logo ২৮ এপ্রিল ২০২৫
হাউজগুলো থেকে ঋণধারীদের তালিকা চেয়েছে বার্জার পেইন্টস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ আগস্ট, ২০১৫ ১২:৫১:৫৪
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। আগামী ২৩ আগস্টের মধ্যে এই তালিকা পাঠাতে বলা হয়েছে।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে, বার্জার পেইন্টস বাংলাদেশ ব্রোকারেজ হাউজগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, বিও হিসাবের তথ্য এবং শেয়ারহোল্ডিং পজিশন নম্বর চেয়েছে।


তবে রেকর্ড ডেটের দিন যাদের হাতে শেয়ার থাকবে শুধু তাদের নামই কোম্পানি চেয়েছে।


(ঢাকাটাইমস/২০আগস্ট/এমএন)