logo ২৮ এপ্রিল ২০২৫
ফ্লোর স্পেস কিনবে ডিবিএইচ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ আগস্ট, ২০১৫ ১১:৪২:১২
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড (ডিবিএইচ) আরও ৪৫০ বর্গফুট ফ্লোর স্পেস কিনতে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে অবস্থিত ডিটি টাওয়ারে এ স্পেস ক্রয়ে চুক্তি করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এর আগে গত মার্চে একই টাওয়ারে ৩২০০ বর্গফুট স্পেস ক্রয় করেছিল কোম্পানিটি।


৪৫০ বর্গফুট স্পেস ক্রয়ে ব্যয় হবে ৫৯ লাখ ৭৭ হাজার ৩৯৫ টাকা। নিবন্ধন খরচ ব্যতীত এ অর্থ ব্যয় হবে। এর আগে ৩২০০ বর্গফুট স্পেস ৪ কোটি ৮২ লাখ ২৮ হাজার ৮০০ টাকায় কেনার চুক্তি করেছিল কোম্পানিটি। তবে স্পেস ক্রয়ের উদ্দেশ্য সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি।


(ঢাকাটাইমস/২০আগস্ট/এমএন)