logo ২৮ এপ্রিল ২০২৫
ঊর্ধ্বমুখী সূচক, বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৫ ১৫:৫৯:২২
image

ঢাকা: আগের দিনের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে উভয় শেয়ারবাজারের সূচক। একইসঙ্গে আগের দিনের ‍তুলনায় লেনদেনও কিছুটা বেড়েছে।


বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৪৯ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।


টাকার অংকে লেনদেন হয়েছে ৫৫০ কোটি ১৯ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৫২৮ কোটি ৫৭ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮৫ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪২৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।


লেনদেন হয় মোট ৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের।


(ঢাকাটাইমস/১৯আগস্ট/এমএন)