লেনদেন বাড়লেও সূচকে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৫ ১৫:৫১:১৯

ঢাকা: আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা বাড়লেও সূচকের পতন হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
সোমবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে এক হাজার ১৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে এক হাজার ৮২৭ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে ৬১০ কোটি ৪৮ লাখ টাকা। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিলো ৫৩৩ কোটি ৪০ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে ৮ হাজার ৯১৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭১ পয়েন্ট কমে ১২ হাজার ২৫৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৩৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
লেনদেন হয় মোট ৪৮ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের। রবিবার লেনদেন হয়েছিলো ৩৮ কোটি ৭৮ লাখ টাকার।
(ঢাকাটাইমস/১৭আগস্ট/এমএন)