logo ২৮ এপ্রিল ২০২৫
সপ্তাহের ব্যবধানে ২৫ শতাংশ লেনদেন কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ আগস্ট, ২০১৫ ১৫:১২:৫৩
image

ঢাকা: গতসপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে কমেছে সব ধরণের মূল্য সূচক। ডিএসইতে লেনদেন কমেছে ২৫ দশমিক ০৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ৯৯ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ১৩৭ কোটি ৪৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার। অর্থাৎ লেনদেন কমেছে ১ হাজার ৩৭ কোটি ৫৯ লাখ টাকার।


সমাপ্ত সপ্তাহে ‘এ’ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ৪৬ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৩ দশমিক ৭৬ শতাংশ। ‘এন’ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩ দশমিক ১৩ শতাংশ। ‘জেড’ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৬৫ শতাংশ।


ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ১ দশমিক ১৪ শতাংশ বা ৫৫ পয়েন্ট। ডিএস৩০ সূচক কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ বা ২৭ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে দশমিক ৫১ শতাংশ বা ৬ পয়েন্টে।


সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টি কোম্পানির। আর দর কমেছে ২০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার।


অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ২১ কোটি ৫০ লাখ টাকা। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৩০২ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩২৩ কোটি ৮১ লাখ ২৩ হাজার টাকার শেয়ার।


সিএসইর প্রধান সূচক সিএএসপিআই কমেছে দশমিক ৮৬ শতাংশ। গতসপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫ টির, দর কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬ টির।


(ঢাকাটাইমস/১৫আগস্ট/এমএন)