logo ২৮ এপ্রিল ২০২৫
আইসিবি ফার্স্ট এনআরবির ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ আগস্ট, ২০১৫ ১১:৩০:৫৯
image

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের আইসিবি ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য নগদ ৩২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ফান্ডটি ২০১৪-২০১৫ হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২ সেপ্টম্বর।


আলোচিত সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ২.৪৬ টাকা। আগের বছরে এ আয়ের পরিমাণ ছিল ৩.৭০ টাকা। ২০১৫ সালের ৩০ জুনে বাজারদর অনুযায়ী ফান্ডের ইউনিটপ্রতি সম্পদমূল্য ও নগদ সম্পদ প্রবাহের পরিমাণ ছিল যথাক্রমে ২৪.১৭ টাকা ও ২৮ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল যথাক্রমে ২৪.৯২ টাকা ও ঋণাত্মক ৮ পয়সা।


(ঢাকাটাইমস/১৩আগস্ট/এমএন)