logo ২৮ এপ্রিল ২০২৫
এক ঘণ্টা ৪০ মিনিট পর লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ আগস্ট, ২০১৫ ১০:৫৫:২৬
image

ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে এক ঘণ্টা ৪০ মিনিট পর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শুরু হয়েছে।


লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও লেনদেন চালু করতে পারেনি ডিএসই কর্তৃপক্ষ। পরে ১২টা ১০ মিনিটে লেনদেন শুরু হয়।


লেনদেন বন্ধের বিষয়ে ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান জানান, কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ ছিলো।


এর আগেও গত ২৪মে ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে লেনদেন যথাসময়ে শুরু করতে পারেনি। সেদিন লেনদেন শুরু হয় বেলা ২টা ২০ মিনিটে। গত বছরের এপ্রিলেও ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে লেনদেন যথাসময়ে শুরু করতে পারেনি।


(ঢাকাটাইমস/১২আগস্ট/এমএন)