তৃতীয় দিনের মতো পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৫ ১৫:২৯:৫৮
ঢাকা: টানা তৃতীয় কার্যদিবসের মতো পতন হয়েছে উভয় শেয়ারবাজার। একইসঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।
সোমবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে এক হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৮৬৯ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৩৬ লাখ টাকা। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিলো ৬৭৩ কোটি ৪৭ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫২ পয়েন্ট কমে ৯ হাজার ০৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৯০ পয়েন্ট কমে ১২ হাজার ৩৩২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৮৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৯১ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম। লেনদেন হয় মোট ৫৩ কোটি ১৬ লাখ টাকা। রবিবার লেনদেন হয়েছিলো ৫৬ কোটি ৬৩ লাখ টাকা।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এমএন)