দিনশেষে সূচক ও লেনদেনে পতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ আগস্ট, ২০১৫ ১৭:০০:৫৪

ঢাকা:টানা চার কার্যদিবস উত্থানের পর সপ্তাহের শেষ দিন লেনদেনে ও সূচকের পতন হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। একই পরিস্থিতি বিরাজ করঝে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।
বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ১৯৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৮৮৬ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে ৬৮৮ কোটি ৫৪ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিলো ৯০২ কোটি ৩৭ লাখ টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ৯ হাজার ৯৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৮ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৩৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৯০৯ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম। লেনদেন হয় মোট ৫৪ কোটি ৪০ লাখ টাকা।
(ঢাকাটাইমস/৬আগস্ট/এমএন)