logo ২৯ এপ্রিল ২০২৫
৯০০ কোটির ঘরে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৫ ১৬:০০:০০
image

ঢাকা: সম্প্রতি শেয়ারবাজারে লেনদেনে পালে হাওয়া লেগেছে। আজ মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৯২৮ কোটি ২৭ লাখ টাকা। আগের দিন সোমবার লেনদেন হয়েছিলো ৮১১ কোটি ৭১ লাখ টাকা।


এদিন দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ২০৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৯০৪ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৯২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে ১২ হাজার ৪৮৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৯২৬ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম। লেনদেন হয় মোট ৭৯ কোটি ১১ লাখ টাকা। সোমবার লেনদেন হয়েছিলো ৬১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৪আগস্ট/এমএন)