তুং-হাই নিটিংয়ের ইপিএস কমেছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ আগস্ট, ২০১৫ ১২:১৮:০১
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তুং-হাই নিটিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। আগের হিসাব বছরের অর্ধবর্ষের তুলনায় চলতি বছরের অর্ধবর্ষে কোম্পানির এ আয় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসের (জানুয়ারি ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কোম্পানি শেয়ারপ্রতি আয় করেছে ৫৭ পয়সা। আগের বছরে একই সময়ে কোম্পানির করপরবর্তী এ আয়ের পরিমাণ ছিল ৭২ পয়সা। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির শেয়ারপ্রতি আয় কমেছে ২০.৮৩ শতাংশ।
অপরদিকে দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল ’১৫ থেকে জুন ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী তুং-হাই নিটিংয়ের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩২ পয়সা। আগের হিসাব বছরে একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৪৭ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের অর্ধবর্ষে কোম্পানির শেয়ারপ্রিতি নগদ অর্থ প্রবাহের পরিমাণ হচ্ছে ঋণাত্মক ৯৩ পয়সা। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল ১.৩৮ টাকা। এছাড়া ২০১৫ সালের ৩০ জুনে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩.৩৬ টাকা। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সম্পদমূল্য ছিল ১২.৭৯ টাকা।
(ঢাকাটাইমস/৩আগস্ট/এমএন)