logo ২৯ এপ্রিল ২০২৫
সূচক বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জুলাই, ২০১৫ ১৫:৪২:৫৭
image

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে উভয় বাজারে সূচক বেড়েছে। তবে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।


বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯২ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৮৩ পয়েন্টে স্থির হয়।


এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির দাম।


লেনদেন হয়েছে ৬২৯ কোটি ৮৬ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিলো ৬৩০ কোটি ২৩ লাখ টাকা।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৫৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮২ বেড়ে ১২ হাজার ২২২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৬২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে দাঁড়ায়।


স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দাম। লেনদেন হয় মোট ৬১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।


(ঢাকাটাইমস/৩০জুলাই/এমএন)