শেয়ার প্রতি আয় কমেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুলাই, ২০১৫ ১১:২৯:৪২
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স চলতি বছরের প্রথম ৬ মাসে শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ১ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা।
কোম্পানিটির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জানুয়ারি, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা করেছে ১০ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ১২ কোটি ৭০ লাখ ৯০ হাজার টাকা।
বছরের প্রথম তিন মাসে (এপ্রিল,১৫-জুন,১৫) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা করেছে ৪ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছে ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা। আর শেয়ার প্রতি আয় করেছিল ৯৭ পয়সা।
(ঢাকাটাইমস/২৮জুলাই/এমএন)