লন্ডনে এক মাইলের রিকশা ভাড়া ২৫,০০০ টাকা!
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
২৭ জুলাই, ২০১৫ ১১:০৫:৩৪

ঢাকা: লন্ডনের রাস্তায় মাত্র এক মাইল রিকশা চালিয়ে যাত্রীর কাছ থেকে ২০৬ পাউন্ড (বাংলাদেশের টাকায় প্রায় ২৫ হাজার টাকা) নেওয়ার অভিযোগ উঠেছে এক রিকশা চালকের বিরুদ্ধে।
আরোহীদের কাছ থেকে চালক এই পরিমাণ অর্থ দাবি করছে এরকম একটি ভিডিও প্রকাশ করে ব্রিটিশ সংবাদপত্র ইভনিং স্ট্যান্ডার্ড এই খবরটি দিয়েছে।
শহরের মাঝখানে অক্সফোর্ড সার্কাস থেকে মার্বেল আর্চ পর্যন্ত রিকশায় করে যাওয়া এই যাত্রীরা বিদেশি পর্যটক।
এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, সেখান দিয়ে যাওয়ার সময় একজন পুলিশ রিকশা চালককে জিজ্ঞেস করছেন এতোটুকু রাস্তার জন্যে দুশ’ পাউন্ড দাবি করছেন কেনো?
পুলিশের কথায় চালক কান দেয়নি। বরং তার জবাব ছিলো, দাম বা প্রাইস লিস্ট এরকমই এবং তিনি অর্থ ফেরত দিতেও অস্বীকৃতি জানান।
রিকশার আরোহী ছিলেন একজন নারী ও তার অল্প বয়সী ছেলে। ছেলেটি বার বার চালকের কাছে একশো পাউন্ড ফিরিয়ে দেওয়ার দাবি করছিলো।
ভিডিওটি যিনি ধারণ করেন তিনি বলেন, এই ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। লন্ডনের রাস্তায় ১৬ বছর ধরে ক্যাব চালাচ্ছেন তিনি।
তিনি বলেন, এটুকু পথের জন্যে হয়তো সাত পাউন্ড নেওয়া যেতো। নারী যাত্রীটি ভালো করে ইংরেজি বলতে পারছিলো না। রিকশা চালক জানেন যে পর্যটকরা ব্যাংক কার্ড ব্যবহার করে না। তাদের কাছে থাকে নগদ অর্থ। রিকশা চালক সেটার সুযোগ নিয়েছে।
(ঢাকাটাইমস/২৭জুলাই/জেএস)